পাহাড় ধসের ঝুঁকিতে থাকাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি রেজাউলের

চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 04:17 PM
Updated : 16 Jan 2021, 04:17 PM

শনিবার নগরীর পাহাড়তলি ও বাগমনিরাম এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, “পাহাড়ঘেরা সবুজ শ্যামলঘেরা এলাকা চট্টগ্রামকে বৈচিত্র্য দিয়েছে। অন্যান্য জেলা ও দেশের মানুষ এ এলাকায় এসে শান্তির পরশ পায়। হাতে গোনা অসাধু কিছু মানুষের জন্য এমন সুন্দর এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হতে দেয়া যায় না।

“যারা পাহাড়ের আশ্রয়ে জঙ্গি আস্তানা, মাদক আখড়া গড়ে ও দখলবাজিতে রয়েছে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। আমি যদি মেয়র নির্বাচিত হই, একজন মেয়র হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব। আমাদের প্রজন্মকে আমরা বিপথে যেতে দিতে পারি না। উচ্ছেদ নয়, নিরাপদ জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসতবাড়ির বাসিন্দাদের।”

পথসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, “গুজবের উপর ভর করে অনেকেই রাজনীতির নামে আখের গোছাতে আসতে পারে। বন্দুকের নলে ক্ষমতা দখল করে স্বৈরাচারি শাসন চালিয়ে দেশটাকে পিছিয়ে দিয়েছিল তারা। আজ বিশ্বজনীন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

“জঙ্গি-রাজাকারদের উপর ভর করে গুজব ছড়িয়ে আন্দোলনের নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চেয়ে প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। করোনা মহামারীতে নানা গুজব ছড়িয়ে মানুষের সকল প্রকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। দুর্নীতির বরপুত্র তারেক রহমানের লন্ডনি টিকেটে তারা নির্বাচন করতে এসেও জনগণের মুখোমুখি না হয়ে নানা অজুহাত তুলে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।”

আহমদ হোসেন বলেন, “নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আবারও নতুন ষড়যন্ত্রের বীজ বোনার অপচেষ্টা করছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম দিদার, সদস্য বেলাল আহম্মদ, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মেদ হোসেন হিরন, যুগ্ম আহ্বায়ক মনিনুল হক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহম্মদ, পাতাড়তলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক কায়সার মালিক, পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন, নারী কাউন্সিলর প্রার্থী আনজুমানারা বেগম প্রমুখ।