চট্টগ্রামে ভোটের আগে অস্ত্র উদ্ধারের অভিযান চান শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2021, 02:07 PM
Updated : 15 Jan 2021, 02:07 PM

জনমনে আরও নির্বাচনী সহিংসতা ও হতাহতের শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার দুপুরে নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নিবার্চনী গণসংযোগকালে একথা বলেন বিএনপি প্রার্থী।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত বলেন, “প্রতিটি নিবার্চনের আগে নিয়ম অনুযায়ী সব বৈধ অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন তৎপর থাকে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রশাসন এখনও পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান কিংবা বৈধ অস্ত্র জমা নেওয়ার কোনো ধরনের উদ্যোগ নেয়নি।

“ফলে প্রতিদিন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি, হানাহানি শুরু হয়েছে। ইতোমধ্যে পাঠানটুলি ও বাকলিয়াতে নিজেদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে।”

গত মঙ্গলবার রাতে নগরীর পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর এবং বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

আর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় ৮ জানুয়ারি নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগকর্মী আশিকুর রহমান রোহিত শুক্রবার হাসপাতালে মারা গেছেন। পুলিশ বলছে, ‘মাদকবিরোধী পোস্টার ছেঁড়া নিয়ে’ দ্বন্দ্বে ওই খুনের ঘটনা ঘটেছে।

বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর হালিশহর রামপুর ওয়ার্ডের বড়পুকুর পাড়ে ধানের শীষের পোস্টার লাগাতে গেলে ‘যুবলীগ কর্মীরা হামলা চালিয়েছে’।

তিনি বলেন, “ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর জন্য ব্যবহার করতে পারে। নির্বাচনের আগে আরও হামলা এবং হতাহতের ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ ভোটাররা শঙ্কিত।

“এসব খুনোখুনি বন্ধে ও সাধারণ ভোটার এবং বিরোধী দলের নেতাকর্মীদের জানমালের নিরাপত্তায় অবিলম্বে লাইসেন্স করা অস্ত্র জমা নিয়ে, অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য জোর দাবি জানাচ্ছি।”

এর আগে তিনি নগরীর চকবাজার ধনিরপুলস্থ ডিসি রোডে নিবার্চনী কার্যালয় উদ্বোধন করেন।

পরে তিনি ধনিরপুল থেকে চকবাজার ওয়ার্ডে গণসংযোগ শুরু করে সিরাজউদৌলা রোড, চন্দনপুরা, গনি বেকারি, কলেজ রোড, অলি খাঁ মসজিদ মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সেভরন এলাকা, পাঁচলাইশ বড় গ্যারেজ, কাতালগঞ্জ হয়ে তেলিপট্টি মোড় এলাকায় প্রচার চালান।

এ সময় পথসভায় অংশ নিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, “ভোট আপনার পবিত্র আমানত। ভোট দেওয়া নাগরিক অধিকার। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার ভোট আপনি দেবেন। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে আপনার রায় দিয়ে যোগ্য প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে নির্বাচিত করতে হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ চৌধুরী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দর, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মনজু, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন কায়সার লাবু প্রমুখ।