চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় ‘মাদকবিরোধী প্রচরের পোস্টার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে আহত ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2021, 08:29 AM
Updated : 15 Jan 2021, 10:38 AM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আশিকুর রহমান রোহিত নামের ২০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান।

রোহিত ওমরগনি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন । গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুর পাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাতে তিনি আহত হয়েছিলেন।

ওসি নেজাম উদ্দিন বলেন, বাকলিয়া ডিসি রোড সংলগ্ন চান মিয়া মুন্সী লেইনের মা মনি ক্লাবের কার্যক্রম নিয়ে রোহিতদের সঙ্গে প্রতিপক্ষের ‘বিরোধ’ ছিল।

“মাদকবিরোধী পোস্টার লাগানো নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল। এর জেরে ঘটনার কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরেই কয়েকজন দুর্বৃত্ত রোহিতকে ধাওয়া করে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।”

ওই ঘটনার পরদিন রোহিতের বড় ভাই জাহিদুর রহমান বাদী হয়ে সাহাবু (২৬), মো বাবু (২১) ও মো. মহিউদ্দিন (৩৫) নামে তিনজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন বাকলিয়া থানায়।

বাকলিয়ার ওসি বলেন, “ঘটনার পর থেকে আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”