ধানের শীষে জোয়ার দেখে ক্ষমতাসীনরা দিশেহারা: শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 09:38 PM BdST Updated: 11 Jan 2021 09:38 PM BdST
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের গণসংযোগে জনগণের সাড়া দেখে ক্ষমতাসীন দলের নেতারা ‘দিশেহারা’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়ার প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
সোমবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডে প্রচারণায় গিয়ে একথা বলেন তিনি।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত বলেন, “ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।

এই বিএনপি নেতা বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি কোনো দেশের তাঁবেদারি করে না। যারা ভিন দেশের তাঁবেদারি করে এবং প্রভু মানে তাদের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়, সেটা বার বার প্রমাণিত হয়েছে।
“তাই আমাদের এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের দল বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। কিন্তু জনগণের ঘাড়ে চেপে বসা স্বৈরাচারি সরকার দিনের ভোট রাতে সম্পন্ন করে মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতা আঁকড়ে আছে।”

এদিন বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করে বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চাঁন্দগাও থানা, মৌলভী পুকুর পাড়, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, বাহির সিগন্যাল মোড়ে প্রচার চালান বিএনপি প্রার্থী।

গণসংযোগে অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য হারুন জামান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহাবুবুল আলম উপস্থিত ছিলেন।
-
যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস
-
লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
-
চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’