শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি: নাছির
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 09:28 PM BdST Updated: 10 Jan 2021 09:30 PM BdST
ইতিহাসের সত্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন না হওয়ায় এখন ইতিহাস বিকৃতি হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে রোববার থিয়েটার ইনস্টিটিউট হলে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাবেক মেয়র নাছির বলেন, “ইতিহাসের শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি হচ্ছে। তাই কে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এ নিয়ে বির্তক হচ্ছে। ইতিহাসের পাতায় যা সত্য লেখা আছে, তাকে আমরা সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি। এটাই আমাদের ব্যর্থতা।”
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ ধরে তিনি বলেন, “একই সাথে বর্তমান সরকারের সাফল্যের অর্জনগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। যদি পৌঁছে দিতে পারতাম, আমাদের এই বিজয় নিয়ে অনিশ্চিত হওয়ার কোনো কারণ ছিল না।”
দলের নেতা-কর্মীদের উদ্দেশে নাছির বলেন, “আমাদের মনে রাখতে হবে একটি শক্তিশালী প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে। তারা অতীতের মতো এখনও ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতেও করবে।
“তাই আগামী ২৭ জানুয়ারি আমাদের অগ্নিপরীক্ষা। মেয়র পদটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মো. হোসেন, জালাল উদ্দিন ইকবাল, আবদুল আহাদ, আবু তাহের ও মাহবুবুল হক মিয়া।
এদিকে চশমা হিলে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে নগর মহিলা আওয়ামী লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সভাপতির বক্তব্যে নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, “নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাঙালি জাতি বিজয়ের পূর্ণ স্বাদ পেয়েছিল।”
নগর মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদিকা খুরশিদা বেগম, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসিনা আক্তার টুনু, রোকসানা আক্তার, লায়লা আক্তার এটলী, আয়েশা আলম চৌধুরী, শারমীন ফারুক, হুরে আরা বিউটি সভায় বক্তব্য রাখেন।
-
যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস
-
লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
-
চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’