চট্টগ্রাম থেকে অপহৃত শিশু টেকনাফে উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 09:14 PM BdST Updated: 10 Jan 2021 09:14 PM BdST
চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে দুই দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকার একটা ঘর থেকে চার বছর বয়েসী এ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ শিশুকে মোসারিকুল হাসান ওরফে রিফাত নামে এক যুবক শুক্রবার সকালে নগরীর হিলভিউ এলাকা থেকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে চুরি করে টেকনাফ নিয়ে যায়।
"টেকনাফের হ্নীলায় পাহাড়ি এলাকার শিশুটিকে একটি বাড়িতে আটকে রেখে তার মা লাকি আক্তারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রিফাত।"
এ ঘটনায় শনিবার লাকী আক্তার পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলার পর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিশুটির অবস্থান হ্নীলায় নিশ্চিত করে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও টেকনাফ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন।
ওসি কাশেম বলেন, “রিফাতের বাড়িও টেকনাফের হ্নীলায়। সে শিশুটিকে এক বয়স্ক নারীর কাছে রেখে পরিবার নিয়ে সটকে পড়ে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”
রিফাত টেকনাফ থানার একটি মাদক মামলার আসামি বলে জানান ওসি।
লাকীর বরাত দিয়ে ওসি আবুল কাশেম বলেন, লাকীর স্বামী হাটহাজারি থানার একটি মামলায় কারাগারে আছেন। রিফাত শুক্রবার লাকীকে তার স্বামীর বন্ধু পরিচয়ে ফোন দিয়ে হিলভিউতে তার বাসায় আসেন। বাসায় এসে রিফাত শিশুটিকে চুরি করে নিয়ে যান।
উদ্ধারের পর আদালতের মাধ্যমে শিশুটিকে বিকালে তার মার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি কাশেম ভূঁইয়া।
-
যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস
-
লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
-
চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ