নওফেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 10:29 PM BdST Updated: 05 Jan 2021 10:29 PM BdST
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক আবাসিক হোটলের ম্যানেজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন বিআরটিসি স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন ইন থেকে সোমবার রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, শিহাব উদ্দিন সিদ্দিকী (২৬) ও মো. সোলায়মান (৪১)। শিহাব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে। সোলায়মানের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি হোটেল গোল্ডেন ইনের মার্কেটিং ও সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোটেল গোল্ডেন ইন থেকে দুইজনকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা এক লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া শিক্ষা উপমন্ত্রীর নামে প্রতারণা করায় ব্যবহৃত মোবাইল ফোনসেটটিও জব্দ করা হয়েছে।
এই ঘটনায় করা মামলার এজাহার থেকে জানা গেছে, তাসলিমা সাখাওয়াত নামে এক নারীর স্বামী ইমতিয়াজ সাঈদ সরদার ঢাকায় র্যাব কর্তৃক একটি মাদক মামলায় গ্রেপ্তার হন গত বছরের ১৭ নভেম্বর। এ ঘটনার পরদিন ওই নারী তার স্বামীর পরামর্শে হোটেল গোল্ডেন ইনে গিয়ে শিহাব সিদ্দিকীর কাছে গিয়ে পাওনা এক লাখ টাকা ফেরত নিতে যায়।
শিহাব তার সঙ্গে শিক্ষা উপমন্ত্রীর যোগাযোগ রয়েছে দাবি করে জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই লাখ টাকা নেন বলে অভিযোগ তাসলিমার।
তিনি পরে শিক্ষা উপমন্ত্রীর পিএসের সঙ্গে যোগাযোগ করলে প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। এরপর তিনি সম্প্রতি কোতোয়ালি থানায় মামলা করেন।
-
চট্টগ্রামে নির্বাচন বানচালে পুলিশকে ব্যবহার করা হচ্ছে: আমীর খসরু
-
যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস
-
লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’