কন্যাশিশুকে ধর্ষণ, চট্টগ্রামে একজনের যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 05:30 PM BdST Updated: 05 Jan 2021 05:30 PM BdST
নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি (৪১) ঘটনার পর থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তার উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সাজা দিয়েছে আদালত।
“এছাড়া আইনের ৯(৪)(খ) ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
দুই সাজাই একসঙ্গে কার্যকর হবে এবং আসামি যতদিন কারাগারে আছে তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে জানান আইনজীবী খন্দকার আরিফুল আলম।

সেসময় শিশুটির মা ও ছোট বোন বাড়িতে ছিল না। এ বিষয়ে ধর্ষণের শিকার শিশুটি সেদিন তার মাকে কিছু জানায়নি।
এরপর ১ জুলাই ভোরে আবারও শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির মা তা জানতে পারেন। সেদিনই শিশুটি তাকে আগে ধর্ষণের বিষয়টি মাকে জানায়।
একদিন পর ৩ জুলাই শিশুটিকে নিয়ে মা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) এবং ৯(৪)(খ) ধারায় মামলাটি করা হয়।
মামলার পরই ভুজপুর থানা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এরপর ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ওই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তাতে মামলার বাদী শিশুটির মাসহ মোট ১৩ জনকে সাক্ষী করা হয়। গত বছরের ৫ মার্চ এ মামলায় আদালত অভিযোগ গঠন করে।
আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, সাক্ষীদের মধ্যে একজন মারা যাওয়ায় এবং একজন বিদেশে থাকায় তাদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি।
“শিশুটি নিজে আদালতে সাক্ষ্য দিয়েছে। মামলার বাদিও সাক্ষ্য দিয়েছেন। পরে মামলার বাদী আদালতে এসে জানান, তারা আপস করেছেন এবং আসামিকে ক্ষমা করেছেন। কিন্তু ক্ষমাযোগ্য অপরাধ নয় বলে রাষ্ট্রপক্ষ তাতে অসম্মতি জানায়। সাক্ষ্য-জেরা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।”
-
যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস
-
লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
-
চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ