চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান আমজাদ হত্যায় ১০ জনের প্রাণদণ্ড
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2020 01:47 PM BdST Updated: 13 Dec 2020 03:47 PM BdST
একুশ বছর আগে চট্টগ্রামের সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে হত্যার দায়ে সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ ১০ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক রোববার এ মামলার রায় ঘোষণা করেন।
সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নেজাম উদ্দিনসহ ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আসামির মধ্যে চারজনকে খালাস দেওয়া হয়েছে।
১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরস চলাকালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় তার স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নেজাম উদ্দিন, জাহেদ, আবু মো. রাশেদ, মানিক, জিল্লুর রহমান, মো. রফিক, ফারুক আহমেদ, জসিম উদ্দিন, বশির আহমদ ও তারেক। তাদের মধ্যে শেষ দুজন পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইদ্রিস (বাবার নাম ইব্রাহিম), হারুণ, মো. আইয়ুব, মোরশেদ আলম এবং ইদ্রিস (বাবার নাম সাহেব মিয়া)। তাদের মধ্যে শেষ তিনজন পলাতক।
খালাস পাওয়া চারজন হলেন- তাহের, শায়ের, মোস্তাক আহমেদ ও আবদুল মালেক।
নিহত আমজাদ হোসেনের ভাতিজা আইনজীবী আবদুল আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘদিন পর বিচার পেয়ে আমরা সন্তুষ্ট। আসামিরা বারবার নানাভাবে বিচার বিলম্বিত করার চেষ্টা করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার চাচা আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। অন্যায়ের প্রতিবাদ করায়, ডাকাত ধরিয়ে দেওয়ায় এবং ডাকাতরা পুলিশের কাছে আসামিদের নাম বলায় ক্ষিপ্ত হয়ে তারা আমার চাচাকে হত্যা করে।

এক পর্যায়ে নেজাম উদ্দিনের অনুসারীরা সাংবাদিকদের দিকে তেড়ে যায়। বাক বিতণ্ডার মধ্যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান আমজাদ ছিলেন চার মেয়ে ও এক ছেলের জনক। সোনাকানিয়ায় মির্জাখীল দরবার শরীফের উত্তর পাশে তার বাড়ি।
বাদীর আইনজীবী মো. আবুল মাজন মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দরবারের পূর্বপাশে স্থানীয় প্রভাবশালী লুৎফুর রহমান চৌধুরীর বাড়ি। এলাকার মানুষের উপর লুৎফুর রহমানের ‘অন্যায়-অত্যাচারের’ প্রতিবাদ করায় তিনি আমজাদ হোসেনের উপর ক্ষিপ্ত ছিলেন।
“এছাড়া ১৯৯৯ সালের ২৬ অগাস্ট সাতকানিয়া-লোহাগাড়ায় পুলিশের যৌথ অভিযানে ডাকাত গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে সহায়তা করেন আমজাদ হোসেন। সেই ডাকাতরা ১৬৪ ধারায় জবানবন্দিতে তাদের আশ্রয়দাতা হিসেবে নেজাম উদ্দিন ও বশির আহমদের নাম বলে। ডাকাতি নির্মূলে ভূমিকা নেওয়ায় এবং এলাকায় অন্যায়ের প্রতিবাদ করায় লুৎফুর রহমান ও নেজাম উদ্দিনরা মিলে আমজাদ হোসেনকে খুন করে।”
পরে লুৎফুর রহমান চৌধুরী মারা গেলে মামলা থেকে তার নাম বাদ পড়ে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেজাম উদ্দিন ঘটনার সময় ‘বিএনপির রাজনীতিতে’ সম্পৃক্ত থাকলেও পরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন বলে আমজাদের পরিবারের দাবি। মৃত্যুদণ্ডের আরেক আসামি বশির আহমদও সাতকানিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
শুরুতে পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তদন্তভার ন্যস্ত হয়।
২০০০ সালের ২২ ডিসেম্বর সিআইডি ২০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৪ সালের ২৫ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালত আসামিদের বিচার শুরু করে।
একাধিকবার আদালত পরিবর্তনের মধ্যেই ২০১৯ সালের মার্চে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চলতি বছরের শুরুতে মামলাটি আবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
১১ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। নেজাম উদ্দিনসহ সেদিন উপস্থিত ১০ আসামির জামিন বাতিল করে আদালত তাদের কারাগারে পাঠায়।
এরপর ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর রায় ঘোষণার দিন থাকলেও তা পিছিয়ে যায়। সবশেষ রোববার ১৫ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।
-
চট্টগ্রাম নগরসংস্থার কর্মকর্তার মৃত্যু
-
চট্টগ্রাম দক্ষিণ জেলাকে ‘নৌকার ঘাঁটি’ দেখতে চান পরশ
-
চট্টগ্রামে চার স্বাস্থ্য কেন্দ্র বন্ধ
-
জলাবদ্ধতা: সিসিসি ‘বিপদ’ দেখছে, সিডিএ দিচ্ছে আশা
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাব পেটানোর ঘটনায় গ্রেপ্তার ১৩
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
চট্টগ্রাম নগরসংস্থার কর্মকর্তার মৃত্যু
-
চট্টগ্রাম দক্ষিণ জেলাকে ‘নৌকার ঘাঁটি’ দেখতে চান পরশ
-
চট্টগ্রামে চার স্বাস্থ্য কেন্দ্র বন্ধ
-
চট্টগ্রামে জলাবদ্ধতা: খালের বাঁধে বিপদ দেখছে সিসিসি, সিডিএ দিচ্ছে আশা
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
- রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল