চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু হয়েছে।
Published : 12 Dec 2020, 08:29 PM
শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দ্বিতীয় টিউবের বোরিং কার্যক্রমের উদ্বোধন করেন।
সেতুমন্ত্রীর সাথে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ উপজেলার আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম শহরের পতেঙ্গা প্রান্ত পর্যন্ত যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু সচিব মো. বেলায়েত হোসেন, টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্ত পর্যন্ত একটি টিউবের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন আনোয়ারা থেকে শহরমুখী অপর টিউবটির বোরিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল।”
তিনি বলেন, মূলত টানেলটি ৩ দশমিক ৩১৫ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে যানবাহন যাওয়া আসা করবে দুটি পৃথক টিউব দিয়ে। একটি থেকে অপরটি ১২ মিটার দূরে করা হচ্ছে। প্রতিটি টিউব দুই দশমিক ৪৫০ কিলোমিটার লম্বা।
এ পর্যন্ত টানেলের মোট ৬১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে টানেলের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।
বঙ্গবন্ধু টানেলের প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে মোট নয় হাজার ৮৮০ কোটি টাকা।