সরকারি জমি দখল করে মসজিদ নির্মাণ নয়: সুজন
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 09:48 PM BdST Updated: 02 Dec 2020 09:49 PM BdST
কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে মসজিদ নির্মাণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
বন্দরনগরীর আলেম-ওলামারা বুধবার টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে প্রশাসকের দপ্তরে দেখা করতে এলে তিনি তাদের এ কথা বলেন।
সুজন বলেন, “ইদানিং কোনো ধরনের অনুমতি ছাড়া নগরীতে সরকারি জায়গা-জমি দখল করে যেখানে সেখানে মসজিদ নির্মাণের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সম্পত্তি আত্মসাৎ করার হীন মানসিকতায় সরকারি ও বিরোধপূর্ণ জায়গায় মসজিদ নির্মাণের মাধ্যমে স্থাপনা গড়ে তোলা আইনত অপরাধ।
“এ ধরনের অবধৈ স্থাপনা অপসারণে উদ্যোগ নেওয়া হলে, ধর্মীয় ইস্যুকে সামনে নিয়ে আসে কিছু কুচক্রি মহল। তাই দেশের আলেম-ওলামাদের খেয়াল রাখতে হবে, যাতে কোনো মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে ফ্যাসাদ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। মসজিদের জায়গা ওয়াকফ এস্টেটের অধীনে থাকা সরকারি নিয়ম।”
চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান ও কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, আল আমিন বারীয়া মাদ্রাসার আবদুল আজিজ আনোয়ারী, মাদ্রাসা-ই-ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া ফাজিলের মোহাম্মদ বদিউল আলম রেজভী, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার মোহাম্মদ সৈয়দ আবু নোমান, ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার জামালউদ্দীন, দারুল মারিফ মাদ্রাসার মোহাম্মদ ফোরকানুল্লা খলিল ও আমিনুল ইসলাম এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আলেমগণ বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দুরভিসন্ধিমূলকভাবে দখলের মানসিকতা নিয়ে সরকারি জায়গা জমিতে কোনো মসজিদ-মাদ্রাসা নির্মাণ করে, তা অপরাধ।
“মসজিদ, মাদ্রাসার স্থান অবশ্যই ওয়াকফ হওয়া চাই। সরকারি বা চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গা ও নালা দখল করে পিসি রোডে মাজার নির্মাণ হয়েছে ও শেরশাহতে যে মাজার নির্মাণ করা হচ্ছে তা ঠিক নয়।”
এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে দেখা করতে গেলে সুজন তাদের বলেন, সংযোগ লাইনের জন্য নগরীর কোনো সড়ক কাটতে হলে আগে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করতে হবে।
“আবাসিকে ভোগান্তি দূর করে গ্রাহক সেবা নিরবচ্ছিন্ন করতে হবে। নগরীতে যেসব গ্রাহক এখনো ডিমান্ড নোট ইস্যুর পরও সংযোগ পাননি, তা যাতে দ্রুত পায়, সে ব্যবস্থা নিতে হবে।”
কেজিডিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রবঞ্জন বিশ্বাস, জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন, উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বুধবার নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর সমবায় মার্কেটের সামনের রাস্তা ও হালিশহর রোডের ছোটপোল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিটি করপোরেশন।
রাস্তা, ফুটপাত ও নালার জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয় এ অভিযানে।
-
চট্টগ্রাম সিটির দুই নারী কাউন্সিলর প্রার্থীর ওপর আ. লীগের সমর্থন প্রত্যাহার
-
সেই ফলাহারিয়ায় আবার বনকর্মীকে মারধর
-
তারেক সোলেমানের জানাজায় রেজাউলের সঙ্গে শাহাদাতও
-
চট্টগ্রামের কাউন্সিলর প্রার্থী মাছ কাদের দ্বিতীয় দফা রিমান্ডে
-
মেগা প্রকল্পে সমাধান দেখছেন রেজাউল
-
ভোট সামনে রেখে চট্টগ্রামের ৫ থানার ওসি বদল
-
চট্টগ্রামে বিএনপির মেয়রপ্রার্থীর প্রচারণার ‘অটোরিকশায় ভাঙচুর’
-
চট্টগ্রামে ৩ ইট ভাটাকে ছয় লাখ টাকা জরিমানা
-
চট্টগ্রাম সিটির দুই নারী কাউন্সিলর প্রার্থীর ওপর আ. লীগের সমর্থন প্রত্যাহার
-
মেগা প্রকল্পে সমাধান দেখছেন রেজাউল
-
তারেক সোলেমানের জানাজায় রেজাউলের সঙ্গে শাহাদাতও
-
চট্টগ্রামের কাউন্সিলর প্রার্থী মাছ কাদের দ্বিতীয় দফা রিমান্ডে
-
সেই ফলাহারিয়ায় আবারও ৩ বনকর্মীকে মারধর
-
ভোট সামনে রেখে চট্টগ্রামের ৫ থানার ওসি বদল
সর্বাধিক পঠিত
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
- নেইমার-এমবাপেকে থাকতে অনুরোধ করবে না পিএসজি
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি