মামুনুলকে ‘মাঠে’ ডাকলেন নিক্সন
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 10:08 PM BdST Updated: 30 Nov 2020 10:16 PM BdST
-
সোমবার চট্টগ্রামে যুবলীগের সভায় মুজিবর রহমান চৌধুরী নিক্সন।
-
রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীতে সদ্য আসা সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন।
তিনি বলেছেন, “যদি সাহস থাকে, তাহলে মাঠে আসেন। মাঠে খেলা হবে। আমাদের ভয় দেবেন না। বাংলাদেশের যুবলীগ নামলে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। তাই চ্যালেঞ্জ কইরেন না।”
সোমবার চট্টগ্রামে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মামুনলকে উদ্দেশ করে একথা বলেন নিক্সন চৌধুরী।
যুবলীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীতে আসা নিক্সন চৌধুরী এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক গত ১৩ নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। তার পক্ষে হেফাজতে নেতারাও ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় নেমে সরকারকে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলন করে ভাস্কর্য বিরোধিতার ব্যাখ্যা দিলেন মামুনুল
পাল্টা হুমকির সুরে নিক্সন বলেন, “আমরা দেখতে পেলাম মামুনুল হক, উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উইঠ্যা যায়। মনে হয় নাইমা পড়বো। কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে!
“আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইড়া দেখেন। আসেন, দ্যাখেন, খেলা হবে।”

রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।
নিক্সন বলেন, “বঙ্গবন্ধুর এই যুবলীগ। শেখ ফজলে শামস পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার এক মিনিট ক্ষমতা আপনার নাই। শেখ পরশ এবং নিখিল ভাইর নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে, ওস্তাদ দৌড়াইয়া কুল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ করার আগে নেত্রীর সন্তানদের সাথে একটু বুইঝ্যা নেন। তাই এরকম ধমক দিয়েন না।”
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও সন্দেহের কথা জানান নিক্সন চৌধুরী।
পুরাতন রেল স্টেশন চত্বরে নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ যৌথভাবে এই সংবর্ধনা সভার আয়োজন করে।

নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো রাসেদুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগ বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মাহমুদুল হক, সংবর্ধিত যুবনেতা বদিউল আলম, যুবলীগ নির্বাহী কমিটির সদস্য তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার,মাহবুবুল হক সুমন।
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
-
চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
-
মহামারীর মধ্যে চট্টগ্রামে ‘বেকার ২২ হাজার পোশাক শ্রমিক’
-
তারেক সোলেমানের বাড়িতে হানিফ-নওফেল
-
মারুফ হত্যা: চার আসামির আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প