ডাকাতির তিন মাস পর অলঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 06:47 PM BdST Updated: 28 Nov 2020 06:47 PM BdST
চট্টগ্রামের একটি বাড়িতে ডাকাতির তিন মাস পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. নূরুল ইসলাম (৪৩), মো. সেলিম (৪২), মো. মোশারফ (২৬) ও ইব্রাহিম খলিল (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ অগাস্ট গভীর রাতে ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে মুহাম্মদ মহসিন নামে এক ব্যক্তির বাড়িতে ১০-১৫ জন ডাকাত হানা দিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা, ১০টি মোবাইল ফোন ও অন্তত ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় ৩০ অগাস্ট ফটিকছড়ি থানায় মুহাম্মদ মহসিন বাদি হয়ে মামলা করেন। ১০ সেপ্টেম্বর পিবিআই মামলটির তদন্ত শুরু করে।
পরিদর্শক মোজাম্মেল জানান, ডাকাতির ঘটনার পর গত সেপ্টেম্বর মাসে লুট করা দুইটি মোবাইলসহ একজনকে নগরীর কর্নেল হাট এবং একটি মোবাইলসহ আরেকজনকে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর টানা তদন্ত চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত গাড়ির চালককে গত অক্টোবরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে আটক করা হয় জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, “শুক্রবার নগরীর কাঠগড় এলাকা থেকে সেলিম এবং হালিশহর এলাকা থেকে মোশারফ, পাহাড়তলী এলাকা থেকে নূরুল ইসলাম ও আকবর শাহ এলাকা থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
“পরে জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম কর্নেল হাট বাজারে একটি স্বর্ণের দোকানের সন্ধান দেয়, যেখানে লুন্ঠিত মালামাল বিক্রি করা হয়েছে। ওই দোকানে অভিযান চালিয়ে একটি চেইন ও কানের দুল উদ্ধার করে মালিক রানা কান্তি দে’কে গ্রেপ্তার করা হয়।”
তদন্ত কর্মকর্তা মোজাম্মেল জানান, এই ডাকাতির মূল হোতা নূরুল ইসলাম ও শাহ আলম নামের দুইজন। তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এবং নির্জন বাড়ি টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নেয়। এর আগেও তারা বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। লক্ষ্মীপুরে শাহ আলমের বাড়ি। তবে সে এখনও পলাতক।
ফটিকছড়ির যে বাড়িতে ডাকাতি করা হয়েছে সেটিও নির্জন এলাকায়। ওই বাড়ির পাশে আর কোন বাড়ি ছিল না।
-
ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত
-
চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
-
চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের
-
চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
-
চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহি
-
চট্টগ্রামে নির্বাচন ‘ভালো’ হবে, মনে হচ্ছে সিইসির
-
রেজাউলের নির্বাচনী মিছিলে যুবলীগ নেতা ‘ছুরিকাহত’
-
চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১
-
চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
-
ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত
-
চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের
-
চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১
-
চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
-
চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- মুস্তাফিজের জোড়া আঘাত
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের