সেবা সংস্থাগুলোর সমন্বিত কাজে জোর সুজনের
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020 08:43 PM BdST Updated: 25 Nov 2020 08:43 PM BdST
বন্দর নগরীর উন্নয়নে সেবা সংস্থাগুলোর মধ্যে দূরত্ব গুছিয়ে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
বুধবার নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে সেবা সংস্থার সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা জানান।
প্রশাসক সুজন বলেন, “চট্টগ্রাম এখন ধুলার নগরী। ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য সড়ক কাটায় ধুলা, যানজট এখন নিত্যসঙ্গী। নগরে যানবাহন থামার নির্দিষ্ট কোনো স্টপেজ নাই। অথচ নগরে ব্যবসার পরিধি বাড়ছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে।
“গুরুত্বপূর্ণ বিমান বন্দর সড়কে বন্দরের ট্রেলার, ভারী যানবাহনের কারণে দীর্ঘ যানজটে ওই এলাকায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সিটি করপোরেশনের সাথে কোন সেবা সংস্থার দূরত্ব থাকুক তা চাই না। নগরীর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
নগরীকে নান্দনিক ও পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে সকল সেবা সংস্থাকে সমন্বিত উদ্যোগে উন্নয়ন কাজ পরিচালনার আহ্বান জানান প্রশাসক।
সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন বলেন, “আমরা অতীতের সব দূরত্ব ঘুচিয়ে সব প্রেণি পেশার মানুষের মতামতের ভিত্তিতে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। জলাবদ্ধতার চলমান মেগা প্রকল্পের পাশাপাশি আউটার রিং রোড এর কাজ সম্পন্ন করা হচ্ছে।”
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদে সমন্বয় সভায় শুরুর দিকে বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্তারা উপস্থিত থাকলেও পরে আর তারা উপস্থিত থাকতেন না। এ নিয়ে নাছির একাধিকবার ক্ষোভও প্রকাশ করেন।
বুধবার প্রশাসক সুজনের সভাপতিত্বে সমন্বয় সভায় বেশ কয়েকটি সেবা সংস্থার শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, “নগরীবাসী আমাদের ভুল বোঝে সড়ক কাটার কারণে। পানি সরবরাহ বৃদ্ধির জন্য আমরা সড়ক কাটছি।”
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, “যে কোনো উন্নয়ন কাজ করতে পরিবেশের যাতে ক্ষতি না হয় তা বিবেচনায় নিতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান কাজের প্রকল্প এলাকায় ধুলাবালি রোধ ও জননিরাপত্তার জন্য ঘেরা দেয়ার ব্যবস্থার পাশাপাশি এক ঘণ্টা অন্তর পানি ছিটাতে হবে।”
সভায় সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, “অনেক সেবা সংস্থার উন্নয়ন কাজ সাব কন্ট্রাকে হওয়ার কারণে গুণগতমান ঠিক রাখা যাচ্ছে না। দূষণও বেড়ে গেছে।”
কেজিডিসিএল এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সরওয়ার হোসেন বলেন, “২৫ হাজার গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ২০ হাজার ডিমান্ড নোট জমা হয়েছে। নগরীতে এক লক্ষ ৪০ হাজার প্রিপেইড মিটার লাগানো হবে।”
নগরীতে দ্রুত আবাসিক সংযোগ দিতে প্রশাসককে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার অনুরোধ করেন তিনি।
সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিসিসি সচিব মুহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, সিসিসি’র প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইমাম হোসেন, চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম, সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী, বিআরটি এর চট্টগ্রাম ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
-
ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত
-
চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
-
চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের
-
চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
-
চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহি
-
চট্টগ্রামে নির্বাচন ‘ভালো’ হবে, মনে হচ্ছে সিইসির
-
রেজাউলের নির্বাচনী মিছিলে যুবলীগ নেতা ‘ছুরিকাহত’
-
চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১
-
চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
-
ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত
-
চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের
-
চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১
-
চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
-
চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- মুস্তাফিজের জোড়া আঘাত
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের