চট্টগ্রামে রাস্তার উপর গড়া দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর চকবাজার এবং জুবিলী রোড এলাকায় রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও রাস্তায় রাখা মালামাল উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2020, 03:13 PM
Updated : 24 Nov 2020, 03:13 PM

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সিসিসির জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চকবাজার কাঁচাবাজার গলি, কাঁচাবাজার মোড় হতে ধনিয়ার পুল হয়ে ফুলতলা পর্যন্ত কে বি আমান আলী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে বসা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে রাস্তা দিয়ে যানবাহন ও বাজারের গলি দিয়ে সর্বসাধারণের চলাচলের পথ উন্মুক্ত হয়েছে।

একই অভিযানে কোতোয়ালি থানার এনায়েত বাজার জুবিলী রোড এলাকায় অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।