মাস্ক না পরায় চট্টগ্রামে ৬৩ জনকে জরিমানা

মাস্ক না পরায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৩ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 01:14 PM
Updated : 23 Nov 2020, 01:14 PM

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ঘরের বাইরে মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার; শীতের মহামারীর ব্যাপকতার আশঙ্কায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে দেশের বিভিন্ন স্থানেই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযানে মোট ১৯ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ৫৮০টি মাস্কও বিতরণ করা হয়।

কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

তিনি মাস্ক না পরায় ১১ জনকে দুই হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেন, পাশাপাশি ১১০টি মাস্ক বিতরণ করেন।

অন্যদিকে অলঙ্কার, দেওয়ানহাট ও কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. আশরাফুল আলম।

মাস্ক না পরায় এসব এলাকায় ৩৪ জনকে মোট ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অস্বচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭০টি মাস্ক বিতরণ করা হয়।

চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে নামেন আরেক নির্বাহী হাকিম সুরাইয়া ইয়াসমিন। তিনি ১৮ জনকে এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন এবং৩০০ মাস্ক বিলি করেন।

গত সপ্তাহ থেকে নিয়মিত নগরীর বিভিন্ন জনবহুল এলাকায় চলাচলকারীদের মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।