চট্টগ্রামে দেড় লাখ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 12:49 PM
Updated : 22 Nov 2020, 12:49 PM

নগরীর পুরাতন কালুরঘাট এলাকার সার খালাসের ঘাটে শনিবার গভীর রাতে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে এক লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তার সোহেল উদ্দিন (৩৫) সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নদী তীরবর্তী ঘাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

“আমরা জেনেছি মিয়ানমার থেকে ফিশিং ট্রলারে করে ইয়াবাগুলো সরাসরি কালুরঘাট এলাকার সার উঠানোর ঘাটে খালাস করা হয়।

“তিন ব্যক্তি দুটি ড্রাম নিয়ে সেখানে অপেক্ষা করছিল। অভিযান টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও সোহেলকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। পরে ড্রাম দুটি তল্লাশি করে এক লাখ ৪৮ হাজার ইয়াবা পাওয়া যায়।”

ওসি আতাউর জানান, গ্রেপ্তার সোহেল ও তার সঙ্গীরা বিভিন্ন উপায়ে চট্টগ্রামে ইয়াবা এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।

এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।