বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর হুমকির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো মৌলবাদী জঙ্গীবাদী ধর্মান্ধ শক্তির জায়গা নেই বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 03:57 PM
Updated : 21 Nov 2020, 03:57 PM

ধর্ম ব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য অপসারণের হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ‘অপরাজেয় বাংলা’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণেএক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

রেজাউল বলেন, “মৌলবাদী গোষ্ঠী শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নয়, আমাদের রক্তস্নাত পতাকা নিয়ে কথা বলেছে, জাতীয় সঙ্গীতকে বদলানোর কথা বলেছে। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন। তাই তাদের চোখে বঙ্গবন্ধু অপরাধী। 

“পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। মৌলবাদ জঙ্গীবাদ ধর্মান্ধ শক্তিকে আমরা বাংলার মাটিতে চিরতরে অবাঞ্চিত ঘোষণঅ করলাম। এদের কোনো জায়গা বাংলাদেশে নাই।”

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহ্বায়ক নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার এবং সঞ্চালনা করেন অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা রাশেদ হাসান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ রহমান মিলু, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান, সুচিন্তা চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী প্রমুখ।