চট্টগ্রামে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বন্ধ করে দেওয়া হল

লাইসেন্স না থাকায় চট্টগ্রাম মহানগরীতে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 02:30 PM
Updated : 17 Nov 2020, 02:30 PM

মঙ্গলবার নগরীর আগ্রাবাদ সিডিএ ২৯ নম্বর রোডের ‘মন নিরাময় কেন্দ্র’ নামে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাময় কেন্দ্র হলেও সেটি পরিচালনার লাইসেন্স ছিল না। গত এক বছর ধরে লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছিল।

“এছাড়া প্রতিষ্ঠানটিতে একজন করে চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ থাকা আবশ্যক হলেও নিরাময় কেন্দ্রটিতে তা ছিল না। সব মিলিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়।”

অভিযানকালে নিরাময় কেন্দ্রে ১২ জন রোগী পাওয়া যায়। তাদের মধ্যে তিনজনকে অভিভাবকের জিম্মায় এবং বাকি নয়জনকে নগরীর নাসিরাবাদ এলাকায় অবস্থিত সরকারি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।