চট্টগ্রামে করোনাভাইরাসে আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 03:46 PM
Updated : 16 Nov 2020, 03:46 PM

রোববার গভীর রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

সোমবার দুপুরে নগরীর ধুনিরপুল চকবাজার এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

শফিকুল ইসলাম (৭৩) বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি সর্দি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। উনার করোনা শনাক্তকরণ পরীক্ষার ফল পজেটিভ আসে। হৃদরোগও ছিল। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

“এরপর আবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়। রোববার রাত আড়াইটার দিকে তিনি মারা যান।”

ফারুক বলেন, “আমাদের বেশ কয়েকজন সিনিয়র নেতা স্বল্প সময়ের মধ্যে মারা গেলেন। তিনি দলের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন।”

শফিকুল ইসলামের মৃত্যুতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক শোক বার্তায় বলেন, “দলীয় সাংগঠনিক কার্যক্রম ও সমাজসেবায় তিনি আমৃত্যু সক্রিয় ছিলেন এবং এলাকাবাসীর বিশ্বাস ও আস্থাভাজন ছিলেন। উনার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হল।”

পৃথক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “তিনি বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনসহ দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন সাহসী সৈনিক ছিলেন। উনার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।”

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, “আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন তিনি। একজন দক্ষ সংগঠককে হারালাম আমরা।”

সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনও শোক জানিয়ে বার্তা দিয়েছেন।