মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চট্টগ্রামে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 01:28 PM
Updated : 15 Nov 2020, 01:28 PM

রোববার সকালে ভাটিয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক (৩৫) মাইক্রোবাসটির চালক ছিলেন। তার বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামে।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভাটিয়ারি বাস স্ট্যান্ডের কাছে অবস্থান নেয়। ওই সময় চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামার সঙ্কেত দিলে এটি দ্রুত পালানোর চেষ্টা করে।

“র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করে এবং তল্লাশিতে বিশেষ কৌশলে রাখা ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”

র‌্যাবের দাবি, গ্রেপ্তার ফারুক কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল চট্টগ্রামে নিয়ে আসছিলেন। ৃ

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়েছে।