ট্রাকে লুকানো ২০ হাজার ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ২

ট্রাকে করে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে পাচারের সময় ২০ হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 04:16 PM
Updated : 13 Nov 2020, 04:16 PM

শুক্রবার ভোর রাতে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম সিআইডির বিশেষ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ জানান।

গ্রেপ্তাররা হলেন- ট্রাক চালক মনির হোসেন (৩০) ও তার সহকারী সুমন মিয়া (৩৫)। তাদের বাড়ি নারায়ণগঞ্জে।

শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালি ট্রাকটি ইয়াবা আনার জন্য কক্সবাজারে গিয়েছিল নারায়ণগঞ্জ থেকে। ট্রাকে ইয়াবা রাখার জন্য বিশেষ চেম্বার তৈরি করা হয়েছিল, যা বাইরে থেকে বোঝার উপায় নেই।

“গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে শাহ আমানত সেতুর টোল প্লাজায় ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ট্রাকে ইয়াবা থাকার কথা জানায়।”

শাহনেওয়াজ জানান, ট্রাকের পেছনের ডালার মাঝে ওই বিশেষ চেম্বার থেকে ইয়াবাগুলো বের করে দেন চালক। টুথপেস্টের খালি মোড়কের ভেতরে ইয়াবাগুলো রাখা ছিল।