চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

চট্টগ্রামে ৩৪ জন জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 10:11 AM
Updated : 12 Nov 2020, 10:12 AM

বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে তারা আত্মসমর্পণ করে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, আশেক উল্লাহ রফিক ও মোহাম্মদ জাফর আলমসহ পুলিশ প্রধান বেনজির আহমেদ ও র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দস্যুদের কাছ থেকে ৯০টি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ৫৬টি গুলি জমা পড়ে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, ২০১৮ সালের ২০ অক্টোবর ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে।

“জলদস্যুদের অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরেই কাজ করছে র‌্যাব।

“এর মধ্যে সুন্দরবন এলাকায় সক্রিয় জলদস্যুদের বড় একটি অংশকে ইতিমধ্যে অস্ত্র সমর্পণ করানো সম্ভব হয়েছে।”

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন, সুন্দরবন এলাকার ৩২টি দস্যুবাহিনীর বাহিনীর ৩২৮ জন অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে।