সিগারেট কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

বারবার সতর্ক করার পরও পরিবেশ ছাড়পত্র না নেওয়ায় চট্টগ্রামে সিগারেট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 03:41 PM
Updated : 11 Nov 2020, 03:41 PM

বুধবার নগরীর চান্দগাঁও শিল্প এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’ অভিযান চালিয়ে বন্ধ করে দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী।

প্রতিষ্ঠানটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই প্রতিষ্ঠানটিকে বারবার সতর্ক করা হয়েছে। তারা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ১৪ বছর ধরে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিল।”

প্রতিষ্ঠানটিতে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭০ লাখ টাকা জরিমানা করে তাদের পরিবেশ ছাড়পত্র না নেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনা না মেনে কার্যক্রম পরিচালনা করায় এ বছরের পুনরায় প্রতিষ্ঠানটিকে আবারও আড়াই লাখ টাকা জরিমানা করে অধিদপ্তর।

নুরুল্লাহ নুরী বলেন, “কিন্তু তারা পরিবেশ ছাড়পত্র ছাড়াই তাদের উৎপাদন অব্যাহত রাখে। আজ অভিযান চালিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।”