সোনার বিস্কুট ও গহনাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে সোনার বিস্কুট ও অলঙ্কারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 06:49 PM
Updated : 10 Nov 2020, 06:49 PM

মঙ্গলবার রাতে রেল স্টেশনের ঢোকার পথে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

গ্রেপ্তার যুবকের নাম জোসেফ উদ্দিন রুমন (৩০)। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার এলাকার বাসিন্দা এ যুবক সোনা পাচারকারী চক্রের সদস্য বলে পুলিশের ধারণা।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোসেফ রাত ১১টার তূর্ণা নিশিথা ট্রেনে ঢাকা যেতে স্টেশনে যাচ্ছিলেন।

“রাতে স্টেশন রোডে কোতোয়ালি থানা পুলিশের 'সারপ্রাইজ' চেকপোস্টে জোসেফকে তল্লাশি করা হয়। এসময় তার সাথে থাকা লাগেজ থেকে আটটি স্বর্ণের বার, দুটি লকেটসহ চেইন, দুই জোড়া দুল ও একটি আংটি উদ্ধার করা হয়।”

উদ্ধার করা স্বর্ণের ওজন ৮৮ ভরি।

জোসেফ সোনা পাচারের অভিযোগ স্বীকার করেছেন জানিয়ে ওসি বলেন, “জোসেফ বেশ কয়েকজন লোকের নাম জানিয়েছে। সেগুলো তদন্ত করে দেখছি।”