চট্টগ্রামে বাসায় আগুন, নয়জন দগ্ধ

চট্টগ্রামে একটি বাসায় আগুন লেগে নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 04:16 AM
Updated : 9 Nov 2020, 04:16 AM

রোববার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয় তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), পিয়ারা বেগম (৬৫), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়।

পরে স্থানীয় লোকজন ওই বাসা থেকে দগ্ধ অবস্থায় নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

“ফায়ার সার্ভিস সদস্যরা এসেছিলেন ঘটনাস্থলে। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাসার প্রতিটি কক্ষের বৈদ্যুতিক তার গলে গেছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছে।”

ওই ভবনের ষষ্ঠ তলার বাসিন্দাদের মধ্যে কয়েকজন সেখানে সাবলেট থাকতেন।

যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন।