নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে চট্টগ্রামে কর্মশালা

নারী নির্যাতন প্রতিরোধে আত্মরক্ষার কৌশল শেখাতে ইন্সপায়ার চট্টগ্রাম আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন ৪১৭ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2020, 02:32 PM
Updated : 6 Nov 2020, 02:32 PM

শুক্রবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধক চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, “সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের পীড়া দেয়, বেদনাহত করে। এ ধরণের কর্মশালা মনোবল বাড়িয়ে দেবে।”

ইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, তিন মাসব্যাপী এই কর্মশালায় ৪১৭ জন অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগ নেতা শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চিকিৎসক নেতা ডা. আ ন ম মিনহাজুর রহমান, বিএসআরএম এর সিএসআর প্রধান তারিকুল কবির, প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী ও সুমাইয়া ফাতেমা নাম্মী।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক জাওইদ চৌধুরী ও এম শাহাদাৎ নবী খোকা।