নিখোঁজ শিশুর লাশ দুইদিন পর মিলল ডোবায়
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2020 06:23 PM BdST Updated: 29 Oct 2020 06:23 PM BdST
নিখোঁজের দুই দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে হালিশহর ‘এ’ ব্লক বাস স্ট্যান্ডের কাছে একটি নির্মাণাধীন ভবনের জায়গায় ডোবা থেকে ছয় বছর মো. মেহেরাজ ইসলাম আরিয়ানের লাশ উদ্ধার করা হয়।
আরিয়ান পাহাড়তলী শাপলা আবাসিক এলাকায় আরিয়ান মা, বোনসহ নানার বাসায় থাকত।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, যে স্থান থেকে আরিয়ানের লাশ উদ্ধার করা হয় তার অদূরেই তাদের বাসা। গত মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে।
এ ঘটনায় তার মা পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল বলে জানান তিনি।
পরিদর্শক সঞ্জয় বলেন, “ডোবার ভেতর লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি দুই দিন ধরে নিখোঁজ আরিয়ানের বলে শনাক্ত হয়েছে।
“মৃতদেহটি ফুলে ওঠায় শরীরে কোনো আঘাত আছে কিনা তা বোঝা যাচ্ছে না। পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।”
হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছে আরিয়ান তার পরিবারের সাথে ঢাকায় থাকত। মাস দুয়েক আগে তার বাবা ঢাকা থেকে পরিবার নিয়ে পাহাড়তলীর শাপলা আবাসিক এলাকায় শ্বশুড় বাড়িতে আসেন পরিবার নিয়ে।
“শিশুরা বাসার কাছেই খেলাধুলা করে। মঙ্গলবার বিকাল থেকে আরিয়ানকে পাওয়া না যাওয়ায় তার মা পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।”
-
চট্টগ্রামে নির্বাচন বানচালে পুলিশকে ব্যবহার করা হচ্ছে: আমীর খসরু
-
যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস
-
লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’