সীতাকুণ্ডে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 02:22 PM
Updated : 28 Oct 2020, 02:22 PM

বুধবার ভোরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ফেনসিডিলের এ চালান আটক করা হয় বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন- রফিকুল ইসলাম (৩৪) ও মো. আলমগীর (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব সদস্যদের কাছে খবর আসে চট্টগ্রামের দিকে ফেনসিডিলের একটি চালান আসছে। এসময় র‌্যাবের একটি দল ভাটিয়ারি পাকা রাস্তার মাথা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

“এসময় চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে অমান্য করে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে সেটি আটক করে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা মাইক্রোবাসের পেছনে ফেনসিডিল রাখার তথ্য জানায়।”

এরপর গাড়িটির পেছনের সিটে রাখা একটি বস্তার ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুজন ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে চট্টগ্রামে ফেনসিডিল নিয়ে আসতেন এবং সেগুলো বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে র‌্যাবের ভাষ্য।