মোটর সাইকেল চুরি, ছেলেকে পুলিশে দিলেন মা

চুরি করা মোটর সাইকেল নিয়ে বাসায় ফেরার পর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক নারী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 09:29 AM
Updated : 25 Oct 2020, 09:29 AM

বন্দরনগরীর আসকার দিঘী পাড় এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ চুরি করা মোটর সাইকেলও উদ্ধার করেছে।

গ্রেপ্তার যুবকের নাম তুহিন ভূঁইয়া (২২)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশফাক উদ্দিন নামের এক ব্যক্তি শনিবার রাতে তার হোন্ডা হর্নেট ব্রান্ডের মোটর সাইকেল রাস্তায় তালা দিয়ে রেখে তামাকমুন্ডি লেইনের মোবাইল মার্কেট যান ফোন মেরামত করাতে।

“কিছুক্ষণ পর তিনি এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। আশপাশের লোকজন জানায় এক যুবক রিকশায় করে মোটর সাইকেলটি নিয়ে গেছে। আশফাক এই ঘটনা টহল পুলিশকে জানালে তারা অভিযান শুরু করে।”

ওসি মহসিন বলেন, “কোতোয়ালী থানা পুলিশের টিমটি মোটর সাইকেলের সন্ধানে কাজীর দেউড়ি এলাকার দিকে যায়। সেখানে একজন জানান, এক যুবককে রিকশা করে মোটর সাইকেল নিয়ে আসকার দিঘীর পাড়ের দিকে যেতে দেখেছেন।

“এই তথ্য পেয়ে পুলিশ আসকার দিঘীর পাড়ে শতদল ক্লাব সংলগ্ন একটি গলিতে গিয়ে মোটর সাইকেলটির সন্ধান পায়।”

“পুলিশ দেখে তুহিনের মা মমতাজ বেগম ছেলেকে কৌশলে আটকে পুলিশের হাতে তুলে দেন,” বলেন ওসি।

মমতাজ বেগম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়ার কাজ করেন। আর তুহিন নিজেকে অটোরিকশার চালক পরিচয় দিলেও মাদকাসক্ত। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।