নোঙর ছেঁড়া অয়েল ট্যাংকারের ধাক্কা জাহাজে

চট্টগ্রাম বন্দরে একটি অয়েল ট্যাংকার নোঙর ছিঁড়ে জরিপ জাহাজকে ধাক্কা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 03:44 PM
Updated : 19 Oct 2020, 03:44 PM

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দরের রিভারমুরিং-১০ জেটিতে এ দুর্ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ হাজার মেট্রিক টন সয়াবিন তেলবোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি রিভারমুরিং-১০ জেটিতে নোঙর করা ছিল। পাশের জেটিতে ছিল জরিপ জাহাজ মীরসন্ধানী।

“সন্ধ্যায় জাহাজটির নোঙরের রশি ছিঁড়ে এটি জরিপ জাহাজ মীরসন্ধানীর সাথে ধাক্কা লাগে।”

দুর্ঘটনার পর বন্দরের টাগবোট ১১ ও ১২ রাতে ঘটনাস্থলে গিয়ে জাহাজ দুটিকে টেনে আলাদা করে।

“জরিপ জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো সমস্যা হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচলেও কোনো সমস্যা হয়নি,” বলেন বন্দর সচিব।