বাঁশখালীতে ধর্ষণের পর মাদ্রাসা শিক্ষক পলাতক

চট্টগ্রামের বাঁশখালীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়েসী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 02:37 PM
Updated : 19 Oct 2020, 02:38 PM

এই অভিযোগ ওঠার পর পালিয়েছেন মোজাম্মেল হক (৫৫) নামে ওই শিক্ষক।

তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক। আর তার কাছে কোরআন শিখতে যেত ওই শিশুটি।

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মাদ্রাসায় প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কোরআনের পাঠ দেন মোজাম্মেল। ওই এলাকার দিনমজুরের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি সেখানে কোরআন শিখতে যেত।

মেয়েটি পুলিশকে বলেছে, ছুটির পরও মাদ্রাসা পরিচ্ছন্ন করার কথা বলে তাকে রেখে দিতেন মোজাম্মেল। নির্জন মাদ্রাসায় গত এক মাসে তাকে চারবার ধর্ষণ করেন তিনি।

বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি দেখানোর পাশাপাশি মেয়েটির বিয়ের সময় অনেক টাকা দেওয়ারও প্রলোভন মোজাম্মেল দেখিয়েছিলেন।

সর্বশেষ বুধবার ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটি তার মাকে জানালে সোমবার বাঁশখালী থানায় মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে।

পুলিশ মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।

ওসি বলেন, “ঘটনা জানাজানি হবার পরে মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”