চট্টগ্রাম নগরীতে ২০০ অবৈধ স্থাপনা ‍উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর শের শাহ এলাকায় অভিযান চালিয়ে দুইশর মতো অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 01:45 PM
Updated : 18 Oct 2020, 01:45 PM

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরশাহ মেইন রোড ও শহীদ মিনারের উভয় পাশে শিল্প এলাকা রোড, আবাসিক এলাকা রোডের প্রায় দুইশর মতো দোকানপাট উচ্ছেদ করা হয় অভিযানে। দখলমুক্ত করা হয় প্রায় ৪০ শতক ভূমি।

অভিযানে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, পুলিশ, র‌্যাব, আনসার সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।