করোনাভাইরাস: চট্টগ্রামে মৃত্যুহীন একটি দিন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2020, 12:44 PM
Updated : 17 Oct 2020, 12:44 PM

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন, মোট নয়টি ল্যাবে করা ৭৪৮টি নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ১০ দশমিক ৯৬ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল বা বাসায় কেউ নতুন করে মারা যাননি বলে জানান তিনি।

গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত চট্টগ্রাম মহানগরসহ জেলায় এক লাখ ১৮ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে মোট ২০ হাজার ৫৫ জনের মধ্যে।

সিভিল সার্জন ফজলে রাব্বী জানান, জেলায় মোট নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে মহানগরীতে আক্রান্ত ১৪ হাজার ৫৭১ এবং বিভিন্ন উপজেলায় পাঁচ  হাজার ৪৮৪জন।

এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭২১জন।

এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ১৯৯ জন এবং হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫২২জন। জেলায় সুস্থতার হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩০১ জন।