চট্টগ্রামে প্রতিবেশীর সঙ্গে বিরোধে একজন খুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় প্রতিবেশীদের মারধরে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 04:48 PM
Updated : 16 Oct 2020, 05:44 PM

শুক্রবার রাতে চাক্তাই ভেড়া মার্কেট কলোনিতে নিহত মো. তৈয়ব (৪০) ফিশারী ঘাটে মাছ আনা নেওয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি কর্ণফুলী উপজেলায়।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই কলোনির বাসিন্দা হাসিনা নামে এক নারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তৈয়বের বিরোধ ছিল। সন্ধ্যায় এ নিয়ে দুই জনের মধ্যে বিবাদ শুরু হয়।

“এ সময় কলোনির বাসিন্দা কিছু লোক তৈয়বকে মারধর ও ছুরিকাঘাত করে।”

গুরুতর আহত তৈয়বকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি নেজাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে আছে। সেখানে মূলত কী হয়েছিল এবং কেন তৈয়বের ওপর হামলা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জেনেছি হাসিনা কলোনির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। সন্ধ্যায় কলোনিতে ফিরে তৈয়ব তার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। এ সময় দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কলোনির বাসিন্দা কিছু লোক তাকে মারধর করে।”