চট্টগ্রামে বিমানের আসনের নিচে মিললো ১৬০ সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 06:38 AM
Updated : 15 Oct 2020, 06:38 AM

বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তারা উড়োজাহাজের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বারগুলো উদ্ধার করে বলে বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটি সকাল ৮টা ৫ মিনিটে শাহ আমানতে নামে।

“গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর কর্তৃপক্ষকে সাথে নিয়ে কাস্টমস কর্মকর্তারা ওই ফ্লাইটে তল্লাশি চালান। সেখানে যাত্রীদের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।”

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা সোনার বারের ওজন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বিমান বন্দরের ব্যবস্থাপক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ইউএস/জেকে/