অ্যামব্রোশিয়া হোটেলে ভ্যাট ফাঁকির হদিস

তথ্য গোপন করে চট্টগ্রামের অ্যামব্রোশিয়া হোটেলের গত দুই বছরে ১৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির হদিস পেয়েছেন ভ্যাট গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 03:55 PM
Updated : 12 Oct 2020, 03:55 PM

সম্প্রতি নগরীর আগ্রাবাদের জীবন বীমা ভবনে অবস্থিত হোটেলটিতে ভ্যাট নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তরের একটি দলের পরিদর্শনে এ অনিয়ম উদঘাটনের পর সোমবার চট্টগ্রামে ভ্যাট ফাঁকির ঘটনায় মামলা করা হয়েছে। 

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল হোটেলটিতে আকস্মিক পরিদর্শন করে। অ্যামব্রোশিয়া হোটেলের নথিপত্র জব্দ করে তাদের মাসিক রিটার্নে প্রদর্শিত বিক্রয়ের সাথে ব্যাপক গড়মিল খুঁজে পায়।”

তিনি বলেন, দেখা গেছে, ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত তাদের প্রকৃত মোট বিক্রি তিন দশমিক ৬৯ কোটি টাকা। এই বিক্রির ওপর ভ্যাট হয় ৫৫ দশমিক ৩৩ লাখ টাকা। 

“কিন্তু অ্যামব্রোশিয়া নামের খাবার হোটেলটি একই সময়ে মাসিক রিটার্নের মাধ্যমে ভ্যাট দিয়েছে ৪১ দশমিক ৮৬ লাখ টাকা। তাদের না দেওয়া ভ্যাটের পরিমাণ ১৩ দশমিক ৪৫ লাখ টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুসারে দুই শতাংশ সুদসহ তা দাঁড়ায় ১৭ দশমিক ৪ লাখ টাকায়।”

করোনাভাইরাস মহামারির সময়ে চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত হোটেলটি চার মাস বন্ধ হিসেবে তাদের শূন্য রিটার্ন বিবেচনা করা হয়।