ইঞ্জিনিয়ার মোশাররফ করোনাভাইরাসে আক্রান্ত

আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য চট্টগ্রামের মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 07:42 PM
Updated : 8 Oct 2020, 07:42 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে করা নমুনা পরীক্ষায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় বলে জানিয়েছেন তার এপিএস নুর খান।

তিনি বিডিনিউজ  টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, বুধবার থেকে জ্বর অনুভব করায় বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার মোশাররফের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়। রাতে নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

নুর খান বলেন, “স্যার এমনিতে সুস্থ আছেন, তারপরও পারিবারিক সিদ্ধান্তে শারীরিক দিক বিবেচনায় রাত ১১টার দিকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।”

৭৬ বছর বয়েসী সাবেক গৃহায়নমন্ত্রী মোশাররফ  হোসেন বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।