ছিনতাইয়ের আসামির জন্য গিয়ে অস্ত্রসহ দাগী আসামি গ্রেপ্তার

ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে অস্ত্রসহ চট্টগ্রামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 02:23 PM
Updated : 30 Sept 2020, 02:23 PM

বুধবার ভোর রাতের দিকে নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন বিজয় নগর এলাকায় নিজ বাসা থেকে ওই সন্ত্রাস ও তার সহযোগীকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

তার কাছ থেকে একটি পিস্তল, একটি হাতবোমা ও ১১টি বড় ছোরা উদ্ধার করা হয়।

এক সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তারের কথা জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদি হাসান।

গ্রেপ্তার দুজন হলেন- কুমিল্লার বাংগরা থানাধীন পূর্বধইর এলাকার মো. আবদুল খলিল মিয়ার ছেলে ওসমান মিয়া (২৯) ও ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন দক্ষিণ করিমপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফ (১৯)।

কোতয়ারী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওসমান আকবরশাহ এলাকার ত্রাস। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। আকবর শাহ এলাকায় ছিনতাই, জমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত সে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ওসমান ও তার সহযোগীরা।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার সন্দিগ্ধ আসামি ছিল ওসমান। তাকে গ্রেপ্তারে আকবরশাহ এলাকায় অভিযান চালানো হয়।  গ্রেপ্তারের পর জানা গেছে সে ওই এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।