চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘বিলুপ্তপ্রায়’ সাম্বার হরিণ শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার হরিণ পরিবারে নতুন এক শাবকের জন্ম হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 01:40 PM
Updated : 30 Sept 2020, 01:40 PM

নতুন এই মেয়ে শাবকসহ দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার নতুন এই হরিণ শাবকের জন্ম হয়েছে। জন্মের সময় এর ওজন ছিল তিন কেজির মতো। 

উপমহাদেশের সবচেয়ে বড়জাতের সাম্বার হরিণটি তিন বছরে বয়ঃপ্রাপ্ত হয় এবং ২০ থেকে ২৫ বছর পর্যযন্ত বেঁচে থাকে।

শাহাদাত হোসেন শুভ বলেন, বাংলাদেশে এ জাতের হরিণ বিলুপ্তপ্রায়। শুধু চট্টগ্রাম চিড়িয়াখানাতেই সাম্বার হরিণ রয়েছে।

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও আরও দুই জাতের হরিণ রয়েছে। মায়া হরিণ রয়েছে চারটি এবং চিত্রা হরিণ আছে ২২টি।