চট্টগ্রামের খুলশীতে গ্রিল ভেঙে চুরি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের খুলশীতে একটি প্রতিষ্ঠানের গ্রিল ভেঙ্গে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 09:47 AM
Updated : 29 Sept 2020, 09:47 AM

এরা হলেন- শরিফ (৩৮), মিজান (৩৬) ও আলাউদ্দিন (২৮)।

উত্তর খুলশী এলাকার তুলাতলী বাজার থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তারের পাশাপাশি ৮৫ হাজার টাকা, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২২ সেপ্টেম্বর ভোর রাতে উত্তর খুলশীর এক নম্বর রোডের বি পার্টনার প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানের গ্রিল কেটে নগদ ছয় লাখ ২২ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ চুরি হয়।

“ঘটনা তদন্ত করে নগরীর খুলশী থানাধীন তুলাতলী বাজার থেকে শরিফকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বাজারের ইত্যাদি ফ্যাশন ডিজিটাল স্টুডিও নামে একটি প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

“পরে মিজানকে গ্রেপ্তার করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং মোবাইল ও চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।“

এছাড়া চুরির সাথে যুক্ত আলাউদ্দিন নামে অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়।