চট্টগ্রামে মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা

করোনাভাইরাস মহামারীর মধ্যে সতর্কতা হিসেবে মাস্ক না পরায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 11:22 AM
Updated : 28 Sept 2020, 11:23 AM

সোমবার নগরীর কোতয়ালি মোড় এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এদের মোট চার হাজার টাকা জরিমানা করে।

উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষ তা মানছেন না। রাস্তায়, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলছেন। এতে করোনাভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে। এজন্য অভিযান চালিয়ে মাস্ক ছাড়া চলাফেরা করা ৫০জনকে অর্থদণ্ড করা হয়।”

পথচারীরা মাস্ক না পরার অজুহাত হিসেবে ‘করোনাভাইরাস নেই’ এবং বাসায় বা বাড়িতে ভুলে মাস্ক ফেলে আসার কথা বলেছেন বলে জানান তিনি।

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।