বিচার নেই বলে বারবার ধর্ষণের ঘটনা: শাহাদাত

দেশে ‘বিচারহীনতার সংস্কৃতি’ তৈরি হওয়ায় বারবার ধর্ষণের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 05:31 PM
Updated : 27 Sept 2020, 05:31 PM

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগকর্মীদের শাস্তির দাবিতে রোববার নগর বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে শাহাদাত বলেন, “বর্তমানে দেশে একের পর এক মা বোন ধর্ষিত হচ্ছে। দেশের সর্বত্র চলছে ধর্ষিতার আর্তনাদ ও আহাজারি। ক্ষমতার অপব্যবহারে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে।

“প্রিয় স্বদেশ গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় ধর্ষকেরা বার বার ধর্ষণ করার সাহস পাচ্ছে।”

শাহাদাত বলেন, “দেশের কোনো মানুষই আজ নিরাপদ নয়। ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে এই সরকার এক যুগের অধিক সময় টিকে আছে।”

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান শাহাদাত।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরও ছাত্রাবাস কীভাবে খোলা রাখা হল, তার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা অতীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেনি। এমন নিষ্ঠুর, নৃশংসতা কোনো শুভবোধ সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না।

“এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষনের ঘটনা নতুন কোন ঘটনা নয়। সরকারী দলের নেতাকর্মীদের লালসার শিকার হয়ে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে অনেকে। এসব ঘটনার সাথে সরকারি দলের নেতারা জড়িত থাকার কারণে তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। যার কারণে দেশে ধর্ষণের প্রবণতা বেড়েই চলেছে।”

সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, শফিকুর রহমান, মাহবুবুল আলম, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য এম সালাউদ্দীন, শিহাবুদ্দীন মুবিন, হামিদ হোসেন, মনোয়ারা বেগম মনি, আবদুল বাতেন, মোশাররফ হোসেন ডেপ্টি, জেলি চৌধুরী প্রমুখ।