করোনাভাইরাসে চবির সাবেক উপাচার্য নূরুদ্দীনের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2020, 05:35 PM
Updated : 26 Sept 2020, 05:35 PM

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান বলে   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার করোনাভাইরাস পজিটিভ ছিল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।”

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এ অধ্যাপকের বয়স হয়েছিল ৭০ বছর। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ উপাচার্য হিসেবে ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী।

তিনি মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্যবসায় প্রশাসনের সাবেক ডিন, হলের প্রভোস্ট এবং বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার বাদ জুমা চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে তার জানাজা হবে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন জানিয়েছেন।