জালিয়াতি: বন্দরে আটকে গেল কাপড়ভরতি কন্টেইনার

জালিয়াতির মাধ্যমে খালাস নেওয়ার চেষ্টার সময় কাপড়ভরতি একটি কন্টেইনার আটকে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2020, 03:08 PM
Updated : 26 Sept 2020, 03:08 PM

বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড থেকে শুক্রবার বিকালে কন্টেইনারটি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে। 

ফেব্রিক্স ভর্তি কন্টেইনারটি ঢাকার জিম অ্যান্ড জেসি এন্টারপ্রাইজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আমদানি করে। 

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জালিয়াতির মাধ্যমে কন্টেইনারটি বাইরে নিয়ে যাবার চেষ্টা আটকে দেয় বন্দরের নিরাপত্তা বিভাগ।”

কন্টেইনারটি নিতে ‘দ্রুত ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে নথিও জমা দিয়েছিল।

“কিন্তু শুক্রবার বিকালে খান এন্টারপ্রাইজ নামে অপর একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এটি ডেলিভারি নিতে নথি জমা দেয়। বন্দরের সংশ্লিষ্ট শাখায় এটি নিয়ে সন্দেহ হলে সেটি আটকে দেয়,” বলেন বন্দর সচিব।

তিনি বলেন, ঘটনা তদন্তের জন্য তিন সদস্যেল একটি কমিটি হয়েছে। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ওই কন্টেইনার খালাস হবে না।