চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে যুবকের লাশ

চট্টগ্রামে দেওয়ানহাট ফ্লাইওভারের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 05:44 PM
Updated : 24 Sept 2020, 05:44 PM

বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ের কাছে কদমতলী-দেওয়ানহাট ফ্লাইওভারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে তার পকেটে থাকা সিম কার্ডে পাওয়া নম্বরের সূত্র ধরে ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়। 

উদ্ধার করা যুবকের নাম নুরুল আলম, আনুমানিক ২৫ বছর বয়েসী এ যুবকের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে। তার বাবার নাম কালা মিয়া।

ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্লাইওভারের নিচে খালি জায়গায় চোখ উপড়ানো অবস্থায় নুরুল আলমের লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, “অজ্ঞাত হিসেবে নুরুল আলমের লাশ উদ্ধার করা হয়। পরে তার প্যান্টের পকেটে একটি সিম কার্ড পাওয়া যায়। সেখানে পাওয়া একটি নম্বরের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।”

এসআই অর্ণব জানান, পুলিশের পক্ষ থেকে নুরুল আলমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা জেনেছেন, দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। 

পুলিশের ধারণা, বাইরে কোথাও খুন করে নুরুল আলমের লাশটি ফ্লাইওভারের নিচে ফেলে রেখে গেছে। 

নুরুল আলমের পরিবারের সদস্যদের চট্টগ্রামে আসতে বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই অর্ণব।