জিপিএইচ ইস্পাতের কারখানায় আগুনে দগ্ধ ৭

চট্টগ্রামের জিপিএইচ ইস্পাতের কারখানায় আগুনে সাতজন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2020, 02:15 PM
Updated : 22 Sept 2020, 02:15 PM

মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় এ ঘটনায় দগ্ধদের মধ্যে একজন ভারতীয় আছেন বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- শাহীন আলম (২৭), টিপু সুলতান (৩২), শহীদুল ইসলাম (২৭), নুরুজ্জামান (৪০), আমীর হোসেন (২৭), রবীন্দ্র (৪০) ও ভারতীয় নাগরিক কেওয়াল সিং চৌহান (৪৬)।

এদের মধ্যে টিপু সুলতান প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় লোহা গলানোর সময় গ্যাসের শিখা ছিটকে এসে এই সাত কর্মী দগ্ধ হন। তাদের বেশিরভাগই মুখ ও হাতে দগ্ধ হয়েছেন। আহতদের শরীরে দগ্ধ হওয়া অংশের পরিমাণ চার থেকে ১১ শতাংশ।

এ বিষয়ে বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতজন দগ্ধ রোগী এসেছিলেন। তাদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

“তাদের দগ্ধ হবার হার কম হলেও বাকি ছয়জনের সবরাই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।”