ভাসান চরের কাছে ডুবেছে ক্লিংকারবাহী জাহাজ

সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটারেজ জাহাজ তলা ফেটে বঙ্গোপসাগরে ডুবে গেছে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2020, 10:21 AM
Updated : 21 Sept 2020, 10:21 AM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসান চরের অদূরে বঙ্গোপসাগরে ‘টিটু-১৯’ নামে জাহাজটি ডুবে যায় বলে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. সেলিম জানান। 

এক হাজার ২৫০টন ক্লিংকার নিয়ে আবুল খায়ের গ্রুপের মালিকানধীন জাহাজটি চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল। 

মো. সেলিম বলেন, “বিরূপ আবহাওয়ার মধ্যে সাগর উত্তাল থাকায় ভাসান চরের তিন নটিক্যাল মাইল আগে সাগরে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।” 

ওই জাহাজে থাকা ১৩ জন নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানান তিনি।  

ক্লিংকারবোঝাই লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ায় সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা বলেন, “মালিকপক্ষকে বলা হয়েছে, যেন তারা জাহাজটি তোলার ব্যবস্থা করে।”