পেঁয়াজের দাম বেশি রাখায় আড়তদার-দোকানিকে জরিমানা

মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চট্টগ্রামে এক আড়তদার ও এক দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 03:51 PM
Updated : 16 Sept 2020, 03:51 PM

বুধবার নগরীল খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের আরাফাত ট্রেডার্সকে ১২ হাজার টাকা এবং বহদ্দারহাট কাঁচা বাজারের খাজা আজমির স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভারত রপ্তানি বন্ধ করার পর পেঁয়াজের দাম কয়েকদিনে দ্বিগুণ বেড়ে যাওয়ায় বাজার সামাল দিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি নানা সংস্থা নেমেছে।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান জানান, খাতুনগঞ্জের পাইকারি বাজার পরিদর্শন করে দেখা গেছে আল আরাফাত ট্রেডার্স তাদের প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিল। সেকারণে তাদের ১২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। 

এছাড়া বহদ্দারহাটের খাজা আজমির স্টোরও তাদের দোকনে থাকা মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা তাদের তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পাইকারি ও খুচরা বাজারে ঘোষণার চেয়ে অন্তত পাঁচ থেকে নয় টাকা পর্যন্ত বেশি দাম নেওয়ার প্রমাণ মিলেছে অভিযানে।