চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে ১৫ লাখ টাকা জরিমানা

অপরিশোধিত তরল বর্জ্য সমুদ্রে ফেলায় চট্টগ্রাম ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে (সিডব্লিউটিপি) প্রায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 02:15 PM
Updated : 13 Sept 2020, 02:17 PM

চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে রোববার শুনানি শেষে পরিচালক মো. নুরুল্লাহ নূরী এ জরিমানা করেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিডব্লিউটিপি গত ১০দিন ধরে অকার্যকর ছিল। প্রতিদিন নয় হাজার ২৩০ ঘনমিটার হিসেবে গত ১০দিনে ৯২ হাজার ৩০০ ঘনমিটার তরল বর্জ্য র্নিগত করেছে। 

এ কারণে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় বলে জানান নুরুল্লাহ।

সিডব্লিউটিপির পরিচালক নূর মোহাম্মদও শুনানিতে অংশ নেন। প্রতিষ্ঠানটিকে আগামী এক মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের মাধ্যমে তরল বর্জ্যের গুণগত মান বিশ্লেষণী ফলাফল দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে বন্দরনগরীর দক্ষিণ খুলশী এলাকায় পাহাড় কাটার অপরাধে মোতাহার হোসেন চৌধুরী নামে এক ব্যক্তিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নুরুল্লাহ নূরী।